সিলেট: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপির আন্দোলন করার কোন ক্ষমতা নেই। তাদের ভবিষ্যত অন্ধকার। তাই বেগম খালেদা জিয়া হতাশ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন তিনি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনদিনের ব্যক্তিগত সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সংসদ কার্যকর ও ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, বিগত প্রতিটি সরকারের আমলে সংসদে বিরোধীদলের বক্তব্য মানুষ শুনতে পায়নি। বর্তমানে প্রথমবারের মতো জাতীয় পার্টি বিরোধী দলে আছে। সরকারের সমালোচনা করে আমরা ওয়াকআউট করেছি। দেশব্যাপী হত্যা, গুম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে সংসদে কথা বলবেন বলেও জানান এরশাদ।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধুসহ তিনি শ্রীমঙ্গলে বেড়াতে যান। রোববার দুপুরে তিনি ঢাকার উদ্দেশে মৌলভীবাজার ত্যাগ করেন।