• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন |

সৈয়দপুরে মদ্যপায়ীদের আচরণে অতিষ্ট মহল্লাবাসীর ঝাড়ু মিছিল

DSC06942সিসিনিউজ : সৈয়দপুরে মদ্যপায়ীদের অশ্লীল কথাবার্তা ও অঙ্গভঙ্গিমায় অতিষ্ট মহল্লাবাসীর ঝাড়ুমিছিল করেছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের নয়াবাজার সুড়কি মহল্লার বাসিন্দারা একত্রিত হয়ে মদভাটি নিদ্দিষ্ট সময়ে বন্দ রাখার দাবিতে মহল্লার মোড়ে  মিছিল করে।
সুড়কি মহল্লার বাসিন্দা পাপ্পু, সাজু, মামুন, মনা জানান, মহল্লার মাঝ দিয়ে নয়াবাজারস্থ মদভাটি যাওয়ার একমাত্র রাস্তা। এ পথেই দিনে-রাতে মদ্যপায়ীরা চলাচল করে। সন্ধ্যার পর মদ্যপায়ীরা মদ পান করে মহল্লার ভিতরে অশ্লীল কথাবার্তা ও শরীরের অঙ্গভঙ্গি একেবারে দৃষ্টিকটু। এমন আচরণ করতে বাধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে উল্টো চড়াও হয় মহল্লাবাসীর ওপর। ওই মহল্লার গৃহবধু আলেয়া, দুলালী, রেহানা বলেন, পবিত্র রমজান মাসে মদ্যপায়ীদের উৎপাত সীমাহীন। তাদের ভয়ে মা-বোনেরা রাস্তায় বের হতে পারেনা। মহল্লাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মদভাটি বন্ধ রাখার আহ্বান জানান।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদার রহমানের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি অবগত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ