• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন |
শিরোনাম :

সহকারী জজ হিসেবে ৭৯ জন কর্মকর্তাকে নিয়োগ

ঢাকা: সহকারী জজ হিসেবে ৭৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৭৯ জন সহকারী জজকে নিয়োগ করে পদায়নের আদেশ জারি করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে নতুন করে আদেশ না দেয়া পর্যন্ত এই কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে ৭৯ জন নির্বাচিত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ‘জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬’-এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয়েছে।
নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২২ জানুয়ারি নির্ধারিত জেলায় জেলা ও দায়রা জজের কাছে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। ওই দিন চাকরিতে যোগ না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা চাকরিতে যোগ দিতে সম্মত হননি ধরে নিয়ে তার নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ