• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন |

নীলফামারীতে সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সোমবার ভোরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তারা হলেন, জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়ন জামায়াতের কর্মী মো. হাফিজুল ইসলাম (৪০), কিশোরগঞ্জ উপজেলা জামায়াত কর্মী আফজালুল হক (৪৭), একই উপজেলার ভেরভেরি গ্রামের জামায়াত কর্মী মো. জোবেদ আলী (৬০) ও বড়ভিটা ইউনিয়ন জামায়াতের কর্মী আব্দুল মান্নান (৪০), ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহজাহান খন্দকার (৫৩), একই ইউনিয়ন জামায়াতের সেক্রটারী আব্দুর রাজ্জাক (৬১)। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তারুল আলম জামায়াতের ওই ছয় নেতাকর্মীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিৎ করে জানান, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ