• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাটের পাটগ্রামে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে মেয়েসহ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। দীর্ঘদিনেও ঘর দেননি, এখন টাকা নেওয়ার কথাই অস্বীকার করছেন। এ ঘটনার প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, সারা দেশে ‘জমি আছে ঘর নাই প্রকল্পের’ মাধ্যমে দরিদ্র পরিবারকে বিনা মূল্যে সরকার ঘর নির্মাণ করে দেয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে এসব ঘর বরাদ্দ দেওয়া হয়। উপজেলার শ্রীরামপুর ইউপি চেয়ারম্যানের সঙ্গে ভালো সম্পর্কের সুবাদে এ ঘর পাইয়ে দেওয়ার কথা বলে চার বছর আগে মেয়ে সুলতানা বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা নেন আজহারুল হক।

একই সঙ্গে একই ইউনিয়নের মধ্য ইসলামপুর এলাকার দরিদ্র বিধবা নাজমা বেগম, ফুলমতি বেগম ও ফাতেমা বেগমের কাছ থেকে ১০ হাজার করে টাকা নেন আজহারুল। দীর্ঘদিনেও ঘর বরাদ্দ না পেয়ে টাকা ফেরত চান তাঁর মেয়েসহ অন্যরা। কিন্তু টাকা নেওয়ার কথা অস্বীকার করেন আজহারুল।

বিষয়টি স্থানীয় শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধানকে জানালে তিনি আজহারুলকে ডেকে পাঠান। কিন্তু তিনি চেয়ারম্যানের ডাকে সাড়া দেননি। শেষ পর্যন্ত এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।

সুলতানা বেগম বলেন, ‘সরকারি ঘর পাওয়ার আশায় বাবাকে টাকা দিয়ে স্বামীর সংসারে অশান্তি চলছে। টাকা চাইলে ভয়ভীতি দেখান, হুমকি দেন। এ জন্য কজন মিলে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘মরহুম সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাশেমের মেয়াদের সময়ে অভিযুক্ত আজহারুল তাঁর মেয়েসহ দরিদ্র ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেন। আমি টাকা উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু আজহারুল ধরা দিচ্ছেন না।’

আজহারুল হক বলেন, ‘কে কিসের টাকা পাবে? তাদের প্রমাণ দেখাতে বলেন। এসব মিথ্যা কথা। মেয়ে-জামাইয়ের সঙ্গে একটু ঝামেলা চলছে। এ জন্য আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছে।’

পাটগ্রামের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে। তবে সরকারি ঘর দেওয়ার নামে এ ধরনের টাকা লেনদেনের অভিযোগ প্রায়ই ওঠে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ