• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

লালমনিরহাটে হরতালে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাটে হরতালের সময় বিএনপি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ রোববার বেলা ১১ টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় হরতালের সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর গুরুতর জখম হন।

পরে হাসপাতালে নিলে জাহাঙ্গীরের মৃত্যু হয়। তিনি লালমনিরহাট সদর উপজেলার গোকুলে ইউনিয়নের বেলপাড়া এলাকার আজিজের রহমানের ছেলে ও গোকুণ্ডা ইউনিয়ন যুবলীগের সাবেক কমিটির সদস্য ছিলেন।

গোকুণ্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আনিচ উদ্দিন বলেন, ‘নিহত জাহাঙ্গীর গোকুণ্ডা ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সংঘর্ষে আহত একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলেন খবর শুনেছি। তবে এ বিষয় থানায় আমাদের কেউ অভিযোগ দেয়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থণে বেলা ১১ টার দিকে আওয়ামী লীগ শান্তি মিছিল বের করে। এ সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ঢিল ছোড়াছুড়ির একপর্যায়ে সংঘর্ষ বাধে। তখন জাহাঙ্গীর হোসেনসহ বেশকয়েক জন লাঠি ও অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। পরে জাহাঙ্গীরসহ তিন জনকে আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান।

লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন বলেন, ‘আওয়ামী লীগের শান্তি মিছিলে বিএনপি নেতা কর্মীদের হামলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মী আহত হন। আহত জাহাঙ্গীরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ