• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
অনলাইন জুয়ার কারণে অর্থ পাচার বাড়ছে: অর্থমন্ত্রী দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা

নীলফামারীর দুই উপজেলায় ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় প্রথম ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ওই দুই উপজেলার ৩৫ প্রার্থীর উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ৩৫ প্রার্থীর মধ্যে ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন রয়েছেন। ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন রয়েছেন। ডোমার উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মনোয়ার হোসেন হেলিকপ্টার, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক চৌধুরী কাপ-পিরিচ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার ঘোড়া (বর্তমান ভাইস চেয়ারম্যান), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ আনারস (বর্তমান উপজেলা চেয়ারম্যান), জেলা আওয়ামী লীগের সদস্য ফারহানা আক্তার সুমি টেলিফোন, মো. রাকিবুল হাসান প্রধান কৈ মাছ, এহসানুল হক দোয়াত-কলম এবং মদন মোহন সিংহ মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান টিয়া পাখি, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান বৈদ্যতিক বাল্ব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান উড়োজাহাজ, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মুখোপধ্যায় টিউবওয়েল, জামাল উদ্দীন মাইক, মাছুম বিল্লাহ তালা, রনজিৎ কুমার রায় বই, এটিএম মিরাজুল কবীর চশমা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তার বানু কলস, আওয়ামী লীগ সমর্থক লাইলী বানু ফুটবল, সন্ধ্যা রানী বৈদ্যতিক পাখা (সাবেক ভাইস চেয়ারম্যান), বেগম রৌশন কানিজ হাঁস (বর্তমান ভাইস চেয়ারম্যান), মোছাম্মত ফেরদৌসী বেগম প্রজাপতি প্রতীক পেয়েছেন। ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিণ্টু ঘোড়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম কাপ-পিরিচ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মো. ফেরদৌস পারভেজ আনারস, গয়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহমান মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেচ্ছা সেবকলীগের সদস্য সচিব উত্তম কুমার রায় বৈদ্যতিক পাখা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায় টিউবওয়েল, আওয়ামী লীগের সমর্থক মো. স্বপন টিয়া পাখি, মো. মোফাক্ষারুল ইসলাম মাইক, হামিদার রহমান চশমা, আবু সাঈদ উড়োজাহাজ, সুজয় চন্দ্র রায় তালা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান (নির্দলীয়) মোছা. আয়শা সিদ্দিকা পদ্মফুল, আওয়ামী লীগের সদস্য মোছা. পারুল বেগম ফুটবল, মোছা. জাহানারা বেগম হাঁস প্রতীক পেয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন,‘ প্রথম ধাপের ঘোষিত নির্বাচনে ডোমার এবং ডিমলা উপজেলায় মঙ্গলবার ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ