• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে হামলা: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা hasinaসিসি নিউজ: শান্তির ধর্ম ইসলামকে হেয় প্রতিপন্ন করতে ও বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে জঙ্গি হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে গণভবনে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা সৃষ্টি করতে জেলা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মঙ্গলবারও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শোলাকিয়ায় ঈদের জামায়াতের আগে পুলিশের ওপর হামলা করা হয়। গুলশানের হামলাতেও ২ পুলিশ সদস্য মারা গেছেন। তিন বাংলাদেশিসহ ২০ জন ওই হামলায় মারা গেছেন। এই ঘটনাগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। এটা ঘৃণ অপরাধ।’

তিনি বলেন, ‘আমি ঠিক জানিনা কেন ইসলাম ধর্মকে হেয় করে এ হামলা চালানো হচ্ছে। নিরীহ মানুষকে হত্যা করা পাপ। জান্নাতে তো তাদের ঠাঁই হবে না। যারা এ ঘটনা ঘটাচ্ছে তারা নামি দামি বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের ছাত্র। উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের কোনো চাহিদা তো অপূরণ থাকে না। তাহলে এসব কাণ্ড কেন।’

তিনি জানান, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান দেবে না।

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি যখন উজ্জল তখন এ ধরেনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে রুখে দাঁড়াতে হবে। জনপ্রতিনিধিসহ নিজ নিজ পেশা থেকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জঙ্গিবাদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘এখন মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। যখন মানুষের কল্যাণ হচ্ছে তখন এসব কর্মকাণ্ড ঘটিয়ে বিশ্বের সামনে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা হতে দেওয়া হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা, উপজেলা পর্যায়ে জঙ্গিবাদবিরোধী কমিটির কার্যক্রম এগিয়ে আনতে হবে। যারা বিপথে নিচ্ছে তাদের খুঁজে বের করতে হবে। বিশেষ করে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘ইসলাম ধর্মকে অবমাননা করে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আসুন সকলে মিলে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ