• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

“এমপি আহসান আদেলুর রহমান একজন অর্থলোভী মানুষ”

সিসি নিউজ ডেস্ক ।। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে অকৃতজ্ঞ ও জনবিচ্ছিন্ন হিসেবে অভিহিত করে যৌথ বিবৃতি দিয়েছেন সম্প্রতি সৈয়দপুরের জাতীয় পাটির দলীয় পদ থেকে পদত্যাগকারী ২১ নেতা।
আজ বৃহস্পতিবার (১৩ মে) সিসি নিউজ অফিসে পাঠানো লিখিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যদিও আমরা ব্যক্তিগত সমস্যা সংকটের কথা উল্লেখ করে পদত্যাগ করেছি কিন্তু প্রকৃতপক্ষে জাতীয় পার্টির এমপি আহসান আদেলুর রহমানের সাংগঠনিক ব্যর্থতা, দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করে পদ থেকে সরে দাড়িয়েছি। যা দলীয় শৃঙ্খলা, শিষ্টাচার বজায় রাখতেই আমরা তা প্রকাশ করিনি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, তিনি নির্বাচিত হওয়ার তিন বছর পরও সৈয়দপুর-কিশোরগঞ্জ এলাকায় কোন দৃশ্যমান উন্নয়ণ করেননি। বরং তিনি গরীবের হক টিআর, কাবিখা ও ভিজিএফের টাকা ও খাদ্যশস্য আত্মসাত করে ঘৃনিত কাজ করেছেন। তিনি ঐচ্ছিক ফান্ডের টাকাও আত্মসাত করেছেন। আদেল একজন অর্থলোভী মানুষ। বিবৃতিকারীরা দলের সাধারন সদস্য হিসেবে তাঁর নীলফামারী জেলা কমিটির আহবায়ক ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন দলের হাই কমান্ডের কাছে।
বিবৃতিকারী বলেন, আমরা আদেলের দল করিনা। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি করি। কোন ভুঁইফোর, নাবালক রাজনীতিবিদদের সঙ্গে আমরা নেই। বিবৃতিতে বলা হয়, বুধবার (১২ মে) সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ওই সংসদ সদস্য সংবাদকর্মীদের কাছে বলেছেন, আমরা নাকি নেতৃত্বের ব্যর্থতার কারণে পদ থেকে সরে দাড়িয়েছি। যদি এ কথা সত্যি হয়ে থাকে তাহলে সে ব্যর্থতা সাংসদের নিজের। কেননা তিনিই পার্টির নীলফামারী জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির নেতা।
বিবৃতিকারী হলেন, মো. সিদ্দিকুল আলম, মো. সুরত আলী (বাবু), মো. আলতাফ হোসেন, মো. শফিউল আলম (সুজন), মো. সামসুদ্দিন অরুন, মো. রাকিব খান, মো. ফয়সাল দিদার দিপু, মো. রওশন মাহানামা, মো. ওবায়দুর রহমান (ভুট্টু), শাহ মোঃ খোরশেদ আলম, মো. মুকুল চৌধুরী, শাহিদা জামান শেফালী, রানু বেগম, শফিকুল ইসলাম সবুজ, রমজান আলী বসুনিয়া, রাইসুল ইসলাম লাকী, মো. আফজাল হোসেন, আমিনুল ইসলাম সবুজ, মো. হায়দার আলী ও পায়েল চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ