• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশে

সিসি নিউজ।। রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী কর্তৃক এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী প্রেসক্লাব ও জেলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন এর যৌথ আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের স্বাধীনতা অম্লাণ স্মৃতি স্তম্ভ পাদদেশে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তৃতা করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন।
নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি ভুবন রায় নিখিলের সভাপতিত্বে বক্তৃতা করেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, সহ-সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, রায়হান সুবক্তগীন অনিকেত, তৈয়ব আলী সরকার, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, জলঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবার রহমান মনি, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন, দৈনিক চাঁদনীবাজার প্রতিনিধি সুভাষ রায়, দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ প্রতিনিধি শামীম হোসেন বাবু, জেলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মিঠু প্রমুখ বক্তৃতা করেন। কর্মসূচির সঞ্চালনা করেন নীলফামারী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুর আলম।
বক্তরা বলেন, একটি রাস্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্য। গণমাধ্যম কর্মীদের উপর হামলা মানেই রাস্ট্রের স্তম্ভের উপর হামলা। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে যারা গণমাধ্যম কর্মীদের উপর হামলা করেছে
তারা সংবিধানকে লঙ্ঘন করেছে। প্রজাতন্ত্রের কর্মীচারীরা হয়ে এত বড় অপরাধ করার পরেও তারা পার পেয়ে যাচ্ছে। এদের উপযুক্ত শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে রাস্ট্রের অন্যান্য স্তম্ভেও হামলা চালাবে। তাই দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা।
মানববন্ধন ও সমাবেশ শেষে সেখান থেকে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ