• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তীব্র তাপদাহের মাঝে রেললাইন রক্ষণাবেক্ষনে ওয়েম্যানরা নীলফামারীতে মাদক বিরোধী কর্মশালা নীলফামারীতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ খানসামায় মুক্তিযোদ্ধাদের কটুক্তি এবং গালিগালাজ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরকারী গাছের ডাল কাটায় ভ্যানচালকের জেল ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নীলফামারীতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা স্কুল-কলেজ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ সৈয়দপুরে দুই প্রতিষ্ঠান প্রধানকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

ডাক্তার না, নিজেকে একজন স্বাস্থ্যকর্মি ভাবতে শিখুন – সিভিল সার্জন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের বার্ষিক কর্মদক্ষতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদ মাঠে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী।
সিভিল সার্জন বলেন, আপনি হাসপাতালের বড়োকর্তা তাতে সমস্যা নাই। কর্মক্ষেত্রে নিজিকে সর্বপ্রথম একজন স্বাস্থ্যকর্মি ভাবতে শিখুন। তাহলেই সর্বক্ষেত্রে মুল্যায়িত হবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাছ হোসেন সরকার, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির, (ওসি তদন্ত) জয়ন্ত কুমার সাহা, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক (অর্থ ও ভান্ডার) আব্দুর রহিম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেজিষ্টার, শিশু বিভাগের ডাঃ মিনহাজুল কবীর সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ