• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:০১ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

ফুলবাড়ীতে নির্বাচনী পথসভায় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহবান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগ মনোনিত দিনাজপুর-৫ আসনের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নির্বাচনী পথসভায়, সাধারন ভোটারদের ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য জোর আহব্বান জানিয়েছেন।
শুক্রবার সন্ধায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত উত্তর লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ আহব্বান জানান।
নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী এ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামীলীর সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, দিনাজপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এমপি কণ্যা ফারহানা রহমান মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক,সহ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।
সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, আওয়ামীলীগের মত এত উন্নয়ন অন্য কোনো সরকার করেনি। বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যাক্তা,প্রতিবন্ধি ভাতা,ঘরে ঘরে বিদুৎ পৌছে দেয়া,ভূমিহীনদের বাড়ী করে দেয়া, রাস্তাঘাট,ব্রিজ সহ নানা রকম উন্নয়ন হয়েছে আওয়ামীলীগের সময়ে।
উন্নয়নের এই ধারাববাহিকতা অব্যাহত রাখতে ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এ জন্য তিনি সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ