• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ডোমারে রির্টানিং কর্মকর্তার কন্ট্রোল রুমে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ অনলাইন জুয়ার কারণে অর্থ পাচার বাড়ছে: অর্থমন্ত্রী দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ

নীলফামারীর তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জনের মনোনয়নপত্র দাখিল

সিসি নিউজ।। নীলফামারীতে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান পদে ১৮জনসহ ৪৫ জনের মনোনয়ন জমা পড়েছে। আজ রোববার শেষ সময় পর্যন্ত এসব প্রার্থী মনোনয়ন জমা করেন। ওই তিন উপজেলার মধ্যে সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির এক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তবে এমপি-মন্ত্রীর পরিবারের কোন সদস্যও নেই।

এর মধ্যে জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়োরম্যান পদে ৪ জন। কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন। সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

জলঢাকা: এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সামীম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু ও উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম এলিস।

ভাইস চেয়ারম্যান পদে মো. নূর আলম, মো. শাহিনুর রহমান, মো. মনোয়ার হোসেন ও মো. তোফায়েলুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, অনিতা রানী, রাহেলা বেগম ও মাসুমা কিবরিয়া সিমা মনোনয়ন জমা করেছেন।

কিশোরগঞ্জ: এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পতিরাম চন্দ্র রায়, উপজেলা কৃষকলীগের সহসভাপতি মো. তাসহান লেলিন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. রশিদুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম, নির্দলীয় মো. রাশেদুজ্জামান ও বিপ্লব কুমার সরকার।

ভাইস চেয়ারম্যান পদে মো. মোজাহিদ ইসলাম, ভুবন চন্দ্র মোহন্ত, মো. যাদু মিয়া, মো. মোজাহার হোসেন, মো. সিদ্দিকুর আলম, মো. মাহবুবুর রহমান ও মো. বরকত-ই খুদা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী রানী রায়, স্বপ্না শান্তা প্রামানিক, পল্লবী রানী রায়, বীনা রানী রায় ও রেহেনা পারভীন মনোনয়ন জমা করেছেন।

সৈয়দপুর: এ উপজেলায় চেয়ারম্যান পদে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রিয়াদ আরফান সরকার, খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফিরোজ, পৌর জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. মহসিন আলী এবং জাতীয় ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ফয়সাল দিদার।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মহসীন, শেখ আব্দুল্লাহ্ এবং মো. আনোয়ারুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমিত্রা রানী, বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম (লাকী), মোস্তাফিজা হোসেন, হাসিনা বেগম মনোনয়ন জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মনোনয়ন পত্র জমা দানের শেষ সময় পর্যন্ত সৈয়দপুর, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন জমা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ