• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন |

সুদের টাকাই কাল হল কুহিনুর বেগমের

1111চাঁদপুর প্রতিনিধি: সুদের টাকাই কাল হল কুহিনুর বেগমের। সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই হত্যা মামলার প্রধান আসামি নয়ন বেগম ও তার সহযোগি রফিক ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘টাকা লেনদেন নিয়ে কুহিনুরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকায় ৩ সন্তানের জননী কুহিনুর বেগমের বাড়ি ছিল।

তিনি জানান, সদর উপজেলার তরপুরণ্ডী গ্রামের নানার বাড়ি থেকে সোমবার রাত ৩টার দিকে নয়ন বেগমকে এবং বিকেলে রফিক ভুঁইয়াকে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এনায়েত উদ্দিন পিপিএম প্রমুখ।

২২ আগস্ট রাত সাড়ে ৮টায় নয়ন বেগম সুদের টাকা লেনদেন নিয়ে কুহিনুর বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার বাড়িতে নিয়ে যান।

সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় কুহিনুরকে। এ ঘটনার পরদিন রাতে কুহিনুর বেগমের বড় ভাই আব্দুল মালেক বাদী হয়ে নয়ন বেগমসহ ছয়জনকে আসামি করে মডেল থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ