• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

নীলফামারীতে খোকনদা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারী ২৬ অক্টোবর॥ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে শুরু হলো আন্তঃইউনিয়ন খোকনদা চতুর্থ ফুটবল টুর্নামেন্ট। জেলা সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে এই টুর্নামেন্টের উদ্ধোধনী খেলায় গোলের বন্যায় জয় পেয়েছে কচুকাটা ইউনয়ন পরিষদ ফুটবল দল। এতে কচুকাটা ইউনিয়ন পরিষদের পক্ষে নুর হোসেনের হ্যাট্রিক সহ ৭-১ গোলে সংগলশী ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে।
কচুকাটা ইউনিয়নের পক্ষে ৮ নম্বর জার্সিধারী নুর হোসেন খেলার ৩২ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর নুর হোসেন ৫২,৬১ ও ৬৭ মিনিটে হ্যাট্রিক সহ মোট চারটি গোল করে। কচুকাটা দলের অপর তিনটি গোলের মধ্যে নাইজেরিয়ান খেলোয়ার ১০ জার্সিধারী চুকা ৪৮ ও ৫৫ মিনিটে দুইটি ও ৭ নম্বর জার্সি শিপন ৬৮ মিনিটে একটি করে দলকে ৭ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলা শেষের ঠিক এক মিনিট পূর্বে সংগলশী ইউনিয়ন পেয়ে যায় পেনাল্টি। সেই পেনাল্টি শটে সংগলশীর পক্ষে একমাত্র গোলটি করে ৮ নম্বর জার্সিধারী ফারুক হোসেন। খেলাটি কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপভোগ করে। উল্লেখ যে এই টুর্নামেন্টে জেলা সদরের ১৫টি ফুটবল দল অংশ নিচ্ছে।
এর আগে বিকাল সাড়ে তিনটায় এই টুর্নামেন্টে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মামুন ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা আঃলীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উত্তরা ইপিজেডের এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী (বিডি) লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মিঃ চ্যাং ইউ চং ফিলিক্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ