• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন |

শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় শৈত্যপ্রবাহ কমে গেলেও এখনও কমেনি শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্টে থাকেন বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে তাদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন ইউএনও মো:তাজ উদ্দিন।

প্রতিদিনের দাপ্তরিক কাজ ও সরকারি বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন শেষে রাতে কম্বল নিয়ে ছুটে যান শীতার্ত মানুষের কাছে। শীতের শুরু থেকেই প্রায় দিনেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আসা কম্বল বিতরণ করেন ইউএনও মো. তাজ উদ্দিন।

মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুরে সেন্টার ডাঙা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও সোমবার রাত ১০ টার দিকে উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ এলাকার বৃদ্ধ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পিআইও এনামুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

প্রকৃত পক্ষেই যেন অসহায় মানুষরা কম্বলগুলো পান সে জন্য ইউএনও নিজে কম্বল বিতরণ করছেন। এসব কম্বল পেয়ে হাসি ফুটছে শীতার্তদের মুখে। এমনই হাসিমুখ দেখা যায় বৃদ্ধা গীতা বালার।

উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন বলেন, দাপ্তরিক কাজের ফাঁকে প্রত্যন্ত এলাকার নিম্ন আয়ের মানুষ ও বৃদ্ধদের গিয়ে কম্বল তুলে দিচ্ছি। কম্বল পেয়ে তাদের স্বস্তি ও হাসিমুখ আমার জন্য ভালোলাগা । এ পর্যন্ত খানসামা উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান ও ব্যক্তির মাধ্যমে প্রায় ৪৫০০ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ