• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:০২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে মা হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট

সৈয়দপুর ইউএনও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমসাঈলকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অফিসার্স ক্লাব উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক  উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য দেন ইউএনও মুহাম্মদ ইসমাঈল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার মো, জাকির হোসেন সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহফুজার রহমান চৌধুরী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ডাবলুর রহমান, সামাজিক বনায়ন, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিকুল ইসলাম মুসকরী, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর, ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, ইউপি চেয়ারম্যান লানছু হাসান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বাবু পাইলট, ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন।
প্রসঙ্গতঃ মুহাম্মদ ইসমাঈল গত বছরের  ১২ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। সম্প্রতি তাকে নোয়াখালী  জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ