• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২৮ অপরাহ্ন |

নীলফামারীতে নৌকা প্রতীক পেলেন যারা

নৌকাসিসি নিউজ: তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।  এ দফায় ৬ শ ৮৫টি ইউপি নির্বাচনে ৬শ ৯টির একক প্রার্থিতা ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি। বাকি ৭৪টি ইউনিয়নের প্রার্থীর ব্যাপারে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে দলীয় সূত্রে জানা গেছে। জেলা ভিত্তিক নামের তালিকা-

নীলফামারী: সদর উপজেলার সোনারায় ইউনিয়নে আব্দুল মান্নান শাহ মান্নু, সংগলশীতে কাজী মোস্তাফিজার রহমান, চড়াইখোলায় মাহফুজার রহমান শাহ, কচুকাটায় আনিছুর রহমান, রামনগরে মিজানুর রহমান। ডিমলা উপজেলার ডিমলা ইউনিয়নে আবুল কাসেম সরকার, বালাপাড়ায় জহুরুল ইসলাম ভুইয়া, পূর্ব ছাতনাইতে আবদুল করিম সরকার, পশ্চিম ছাতনাইতে আনোয়ারুল হক সরকার, ছানুগাছ চাপানীতে মোজাম্মেল হক, গয়াবাড়ীতে শরিফ ইবনে ফয়সাল মুন, টেপাখড়িবাড়িতে ময়নুল হক, খালিশাচাপানীতে আতাউর রহমান সরকার, নাউতারাতে সাইফুল ইসলাম ও খগাথড়িবাড়িতে জাহাঙ্গীর আলম মনোনয়ন পেয়েছেন।

ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জ উপজেলার বোমরাদহ ইউনিয়নে হিটলার হক, কোষারণীগঞ্জ ইউনিয়নে গৌতম চন্দ্র রায়, কনগাঁও ইউনিয়নে সহিদ হোসেন, সৈয়দপুর ইউনিয়নে একরামুল হক, পীরগঞ্জ ইউনিয়নে মোশাররফ আলী, হাজীপুরে জয়নাল আবেদীন, দৌলতপুরে সনাতন চন্দ্র রায়, সেনগাঁওয়ে মোস্তাফিজার রহমান, জাবরহাটে মোহাম্মদ হুমায়ুন কবির ও বৈরচুনায় নূরে আলম সিদ্দিকী মনোনয়ন পেয়েছেন।

লালমনিটরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে আহাদুল হোসেন চৌধুরী, মানাতিতে আনিছার রহমান, তুষভান্ডারে নুর ইসলাম আহমেদ, দলগ্রামে খ ম শফিকুল আলম, চন্দ্রপুরে মাহাবুবার রহমান, গোড়লে মাহামুদুল ইসলাম, চলাবলাতে মিজানুর রহমান মিজু, কাকিনায় শহিদুল হক মনোনয়ন পেয়েছেন।

কুড়িগ্রাম: জেলায় নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে আবদুর রহিম, নেওয়াশীতে মাহফুজার রহমান, সন্তোষপুরে লিয়াকত আলী, রামখানায় আবদুল আলিম সরকার, নারায়ণপুরে বেলাল হোসেন, নুনখাওয়ায় আমিনুল ইসলাম, রায়গঞ্জে আ স ম আবদুল্লাহ আল ওয়ালিদ, কেদারায় মাহবুবুর রহমান, বিতরবন্দে মিজানুর রহমান, হাসনাবাদে আওঙ্গজেব, বল্লভেরখাসে আতাউর রহমান, কচাকাটায় আবদুল বারী, বামনডাঙ্গায় মইনুল হক প্রধান, বেরুবাড়িতে সোলায়মান আলী মনোনয়ন পেয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ