• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন |

বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল

rsডোমার (নীলফামারী) প্রতিনিধি: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মুক্তিযুদ্ধ আমাদের অহঙ্কার, আমাদের গর্ব। ৪৪ বছর পর ডোমারে স্বাধীনতা স্তম্ভ উদ্বোধন করা হলো, বিলম্বে হলেও এটি সম্ভব হয়েছে। এজন্য আমি আনন্দিত।

আজ শুক্রবার বিকাল ৫টায় নীলফামারীর ডোমার উপজেলায় ৭১এর স্বাধীনতাযুদ্ধের শহীদদের স্বরনে ডোমার উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ “হৃদয়ে স্বাধীনতা ডোমার” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরে বিদ্যালয় মাঠে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সাবিহা সুলতানার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহসভাপতি আমিনুল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরন নবী, বিটিভির সাবেক শিল্প নির্দেশক জিএমএ রাজ্জাক, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডিমলা উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম,, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ডোমার পৌর সভার মেয়র মনছুরুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী আরও বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা বাঙ্গালী জাতিতে দলমত নির্বিশেষে স্বাধীনতার চুড়ান্ত লক্ষ্যে নিয়ে গেছেন। আর বাঙ্গালী জাতি সেই মহান নেতার আত্মত্যাগ, ৩০ লক্ষ শহীদের আত্মদানে মহিমান্নিত বাংলাদেশের উন্নয়নের সুফল ভোগ করতে শুরু করেছে। বঙ্গবন্ধুর যোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে। একদা মঙ্গাপিড়ীত নীলফামারী জেলা আজ সম্পূর্ণ মঙ্গা মুক্ত। শেখ হাসিনার কল্যাণে আজ এ অঞ্চল শিল্পায়নের মুখ দেখছে।

আর স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত বিএনপি ধর্মের নামে, রাজনীতির নামে সন্ত্রাসের জম্ম দিচ্ছে, মানুষ হত্যা করছে। বাংলাদেশকে একটি অরাজক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ আজ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। যেকোন মূল্যে মানুষ সকল অশুভ তৎপরতা রুখতে বদ্ধ পরিকর। সকল অশুভ চক্রান্ত ব্যর্থ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরন নবী জানান, স্থানীয়দের উদ্যেগে স্থানীয়ভাবে সংগৃহিত ২০ লাখ টাকা ব্যয়ে শহীদদের স্বরণে স্মৃতি স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এর নকসা ও পরিকল্পনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক শিল্প নির্দেশক ছয় নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা জি.এম এ রাজ্জাক।

তিনি বলেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও ডোমারবাসীর উদ্দ্যোগে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ২০১৪ সালের ২০ নভেম্বর এই স্মৃতিস্তম্ভ নির্মান কাজের ভিত্ত্বিপ্রস্তর স্থাপন করেছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাফ উদ্দিন সরকার। পরে ওই অনুষ্ঠানস্থলে ২৫জন বীরাঙ্গনাকে সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে বেলা ৩টায় মন্ত্রী নীলফামারী পৌরসভার ২১টি সড়কের প্রায় ২০ কিলোমিটার সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে শহরের চৌরঙ্গী মোড়ে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সিভিল সার্জণ আব্দুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। মেয়র দেওয়ান কামাল আহম্মেদ বলেন, ইউ জি আই আই পি -৩ প্রকল্পের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে পৌর এলাকার ২১টি সড়কের প্রায় ২০ কিলোমিটার সংস্কার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ