• বুধবার, ০১ মে ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন |

‘ভালো কিছু’ করার প্রত্যয় মুস্তাফিজের

মুস্তাফিজখেলাধুলা ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছিলেন। কিন্তু চোটের কারণে গত ফেব্রুয়ারিতে আরব আমিরাতে সেই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের।

বাংলাদেশের তরুণ এই পেসার দল পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। আর ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে তার কোনো সমস্যা নেই। দলে সুযোগ পেলে আইপিএলে ‘ভালো কিছু’ করার কথাই জানালেন সাতক্ষীরা এক্সপ্রেস।

আইপিএলে খেলতে আজ বিকেলেই ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন মুস্তাফিজ। তবে তিনি একা নন, তার সঙ্গে গেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদে।

প্রথম বারের মতো বিদেশের কোনো লিগে খেলতে যাওয়ার আগে সাংবাদিকদের মুস্তাফিজ বললেন, ‘ক্যারিয়ারের প্রথম বারের মতো আইপিএল খেলতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো করতে পারি।’ মুস্তাফিজ দোয়া চাইলেন সাকিবের জন্যও, ‘শুধু আমার জন্য না, সাকিব ভাইয়ের জন্যও সবাই দোয়া করবেন।’

এক বছর আগেও বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজকে কেউ চিনত না। গত বছর এই এপ্রিলেই আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের অভিষেক হলো, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এরপর জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে বিশ্বকে দিলেন আগমনী বার্তা।

গত আইপিএল টিভিতে দেখার সময়ও হয়তো মুস্তাফিজ ভাবেননি, পরের আসরেই তিনি সেখানে খেলবেন! এ ব্যাপারে মুস্তাফিজ বলেন, ‘এমন কিছু ভাবা হয়নি।’ তবে সুযোগ যেহেতু পেয়েছেন, আইপিএলে ভালো কিছু করার প্রত্যয়ই কাটারমাস্টারের কণ্ঠে, ‘আল্লাহ সুযোগ করে দিয়েছে। চেষ্টা করব ভালো কিছু করার।’

সাকিবের সঙ্গে একই দলে খেলতে পারলে ভালো হতো বলে মনে করেন মুস্তাফিজ, ‘হ্যাঁ, সেটা তো খুবই ভালো হতো। জাতীয় দলের হয়ে যখন খেলি, তখন তো ভাই হয়েই থাকি। ওখানে একসঙ্গে খেলতে পারলে আরো ভালো হতো। এক সঙ্গে থাকতে পারতাম, খেলতে পারতাম।’

সাকিবের দলের বিপক্ষে খেলার প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘ওই সময় আরো ভালো লাগবে।  সাকিব ভাইকে মাঝে মাঝে পাব। তখন কথা বলতে পারব। খুব ভালো হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ