• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন |

খালেদা জাতির সঙ্গে মশকরা করেছেন

হাছানঢাকা: বিএনপি চেয়ারপারসর খালেদা জিয়া নিজের, তার ছেলের ও দলের দুর্নীতি ঢাকতে শুক্রবার জাতির সঙ্গে মশকরা করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিভিন্ন নামে গুপ্তহত্যা, খুন ও অপকর্মের প্রতিবাদে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘ তার (খালেদা জিয়া) নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পর পর ৫ বার চাম্পিয়ন হয়েছে। এমনকি এতিমের টাকা চুরি করার জন্য তার (খালেদা জিয়া) বিরুদ্ধে মামলা চলছে। তাই খালেদাকে বলবো কথাবার্তা সাবধানের সঙ্গে বলবেন। নিজেদের দুর্নীতি ঢাকতে অন্যকে অপবাদ দিবেন না।’
তিনি আরও বলেন, ‘যখন দেশে কোনো হত্যাকাণ্ড ঘটে, তখন অন্যদেশ বিবৃতি দিলে, খালেদা জিয়াও বিবৃতি দেন। তখন খালেদা জিয়া বলেন, ‘সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’ কিন্তু আমি বলি, পেট্রলবোমা বাহিনীর নেত্রী (খালেদা) হরর মোভির নায়িকাকেও হার মানিয়ে দেশের সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা মেরেছেন।’
খালেদা জিয়া দেশের সাধারণ মানুষের জন্য এক নম্বর হুমকির ব্যক্তি উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদার নেতৃত্বে পেট্রলবোমা মেরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে আগুনে ঝলশানো হয়েছে, হাজার কোটি টাকার সম্পত্তিকে ধ্বংস করা হয়েছে, বায়তুল মোকাররম মসজিদে তার নেতৃত্বে আগুন দেওয়া হয়েছে ও পবিত্র কোরআন শরিফ পোড়ানো হয়েছে। সুতরাং তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য এক নম্বর হুমকির ব্যক্তি।’
এ সময় তিনি দেশের জিডিপি প্রসঙ্গে বলেন, ‘পৃথিবীর উচ্চ জিডিপি অর্জনকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তবে আমরা এ বছরে ৭ শতাংস প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো।’
সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আ’লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ব্যারিস্টার সৌওরাভ হোসেন চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, যাত্রাবাড়ী থানা আ’লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ