• বুধবার, ০১ মে ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন |

গভর্নরের পদত্যাগ চান লেনিন

লেলিনঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার (আতিউর) আত্মসম্মানবোধ থাকলে ঘটনার পরপরই পদত্যাগ করতেন।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত স্মরণসভায় লেনিন বলেন, বাংলাদেশে এখন শান্তি বিরাজ করলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই। যারা মাইনাস টু করতে চেয়েছিলেন, তারা সুযোগ পেলে আবার করবেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জাতির পিতাকে রক্ষা করতে পারিনি। বোন শেখ হাসিনাকে রক্ষা করতে হবে এবং আওয়ামী লীগ কর্মীরা তা করবেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ড. সেলিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ