• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন |

সৈয়দপুর পৌরসভার বাজেট নিয়ে মতবিনিময় সভা

11 copyসিসি নিউজ: সৈয়দপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট নিয়ে সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে পৌর অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হয়। মেয়র মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সংবাদপত্রের সম্পাদক, বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৩ জুন সৈয়দপুর পৌরসভার খসড়া বাজেট ঘোষনার কথা জানানো হয়।

সভায় সংবাদকর্মীদের মধ্যে আমিনুল হক (আলাপন), নজরুল ইসলাম (সাফজবাব), কাজী জাহিদ (সংবাদ), শওকত হায়াৎ শাহ (জনসমস্যা), সাকির হোসেন বাদল (সময় টিভি), মকছুদ আলম (নীলফামারী চিত্র), জসিম উদ্দিন (সিসি নিউজ), নজরুল ইসলাম নজু (ইনকিলাব), আমিরুজ্জামান (ইত্তেফাক), আবু বিন আজাদ (সৈয়দপুর বার্তা), মিজানুর রহমান মিলন (দিনকাল), নজরুল ইসলাম (মানবসমস্যা),

22 copyএমআর করিম মিস্টার (মানবজমিন), ওবায়দুর রহমান (নীল সমাচার), ওমর ফারুক (আমার দেশ), মেহেরুন নেছা (নর্থ বেঙ্গল নিউজ), আব্দুল ওয়াহেদ (নয়াদিগন্ত), এমআর মহসীন (ভোরের ডাক), জয়নাল আবেদীন হিরো (মানববার্তা), আলমগীর সরকার (দাগ), এম আলী টুটুল (নওরোজ), আলমগীর হোসেন (ক্রাইম নিউজ), আখতার মৃধা (দাগ), জাকির হোসেন (অর্থনীতি) উপস্থিত ছিলেন।

সভা শেষে সৈয়দপুর পৌরসভার আয়োজনে এক ইফতার মাহফিলে সংবাদকর্মীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ