• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১৩ অপরাহ্ন |

ভোট বর্জনের সম্ভাবনা নেই বিএনপির

বিএনপিসিসি নিউজ : পৌর নির্বাচনে বিএনপির ভোট বর্জনের কোনো সম্ভাবনা নেই জানিয়ে পেশাজীবীদের ভোটের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যেকোনো পরিস্থিতিতে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকারও কথা জানিয়েছেন তিনি।

শনিবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিএনপিপন্থি পেশাজীবীদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এ কথা জানান বলে সূত্রে জানা গেছে। এর আগে রাত পৌনে ১০টায় বৈঠকটি শুরু হয়ে চলে রাত ১১টা পর্যন্ত।

বৈঠকে উপস্থিত একাধিক পেশাজীবী নেতা জানান, বিএনপি নেত্রী পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে মাঠে নামতে পেশাজীবীদের প্রতি আহবান জানিয়েছেন। এজন্য নিজেদের এলাকাগুলোতে প্রার্থীদের পক্ষে প্রচারসহ সার্বিকভাবে কাজ করার কথা বলেছেন। পেশাজীবী নেতারাও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি, পেশাজীবীদের সমস্যাসহ সার্বিক বিষয়ে তাদের মতামত ও অভিযোগ শোনেন খালেদা জিয়া।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহসান সিদ্দিকী, অধ্যপক শামসুল আলম, প্রোকৌশলী আ ন ম আখতার হোসেন, সাংবাদিকদের মধ্যে সৈয়দ আবদাল আহমেদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই শিকদার, জাহাঙ্গির আলম প্রধান, ডা. আজিজুল হক, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইনজীবীদের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার, এমএ করিম,  হাছান আহমেদ, হাসান জাফির তুহিন, শামসুর রহমান শামীম, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, মেডিকেল অ্যাসোসিয়েশনের বিল্পব-উজজামান বিল্পব, ইউনানি আয়ূর্বিদি চিকিতসক অ্যাসোশিয়নের মির্জা লিটন, ফিজিও থেরাপিস্ট অ্যাসোশিয়নের কামরুজ্জামান কল্লল, জিয়াউল হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ