• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন |

বাঙালি সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ

সিসিঢাকা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে উজ্জীবিত ৩৬ সংগঠনের সমন্বয়ে বাঙালি সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক সাইফুল আজম বাশার।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ জোটের আত্মপ্রকাশের ঘোষণা দেন তিনি।

এ সময় বক্তারা বলেন, মুজিব আদর্শের সীমান্তে নত স্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক-রাজনৈতিক বলয় গঠন এ জোটের মূল উদ্দেশ্যে।

সম্মেলনে চিত্র নায়ক ফারুক, নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, এএসএম মোহসিন, ফালগুনী হামিদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, কবি নাসির আহমেদ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জীসহ দেশ বরেণ্য শিল্পীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্য সচিব আবদুল মতিন ভূঁইয়ার সঞ্চালনায় লিখিত বক্তব্য দেন সাইফুল আজম বাশার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ