সিসি নিউজ।। উত্তপ্ত পরিস্থি বিরাজ করছে নীলফামারীর জলঢাকায়। যে কোন মর্হুতে সেখানে ঘটতে পারে এমপির অনুসারী ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জলঢাকা পৌরসভার ধওলার মোড়ে এ ঘটনা ঘটে। সেই উত্তেজনা বিরাজ করে গভীর রাত পযন্ত।
এদিকে ঘটনা দুই মেয়র প্রার্থীর হলেও লাঠিসোটা হাতে কর্মী-সমর্থকদের নিয়ে পরাজিত মেয়র প্রার্থীর পক্ষে সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাদ্দাম হোসেন পাভেল এবং বিজয়ী মেয়রের পক্ষে পাল্টাপাল্টি সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ। একে অপরের বিরুদ্ধে এমন অবস্থান নেয়ায় যে কোন মর্হুতে জলঢাকায় ঘটতে পারে এমপির অনুসারী ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ এপ্রিল জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হন প্রয়াত মেয়র ইলিয়াছ হোসেন বাবলুর ছেলে নাসিব সাদিক হোসেন নোভা মেয়র নির্বাচিত হন। তাঁর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।
নির্বাচনের দু’দিন পর মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে বিজয়ী ও পরাজিত প্রার্থীর কর্মী ও সমর্থকরা। এক পযায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং বিজয়ী মেয়র প্রার্থীর এক কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
এরপর দুপুর দেড়টার দিকে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশিদের নেতৃত্বে পরাজিত মেয়র প্রার্থীর কমেট চৌধুরীর কর্মী-সমর্থকরা জলঢাকা শহেরর পেট্টোল পাম্প মোড় এলাকায় সড়ক অবরোধ করে রাখে। এসময় প্রায় দুই ঘন্টা জলঢাকা-নীলফামারী ও জলঢাকা-রংপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। অবরোধ চলাকালে কমেট চৌধুরীর ওপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান অবরোধকারীরা।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর ও জলঢাকা থানার পরিদর্শক মুক্তারুল আলম সেখানে গিয়ে আশ্বস্ত করায় অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
অবরোধের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন,‘ সাবেক মেয়রের উপর হামলার প্রতিবাদে তার কর্মীসমর্থকরা সড়ক অবরোধ করেন। ঘটনার তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
তবে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা পরষ্পরের প্রতি হামলা ও মারপিটের অভিযোগ করেন। এতে উভয় পক্ষের অন্তত আট কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি তাঁদের।
বিজয়ী মেয়র প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভার কর্মী ধওলার মোড় এলাকার মশিয়ার রহমান (৫৫) দাবি করে বলেন,‘ মঙ্গলবার বেলা ১২টার দিকে এলাকার মাজেদুল ইসলামের কয়েকটি হাঁস ওই এলাকার জমির উদ্দিন ভাসার মাছ চাষ প্রকল্প এলাকায় প্রবেশ করে। এনিয়ে জমির উদ্দিনের ভাসা ও মাজেদুলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পযায়ে জমির উদ্দিন ও তার লোকজন ওই তুচ্ছ ঘটনাকে আড়াল করে পরাজিত মেয়র প্রার্থী কমেট চৌধুরীকে খবর দিলে কমেটি চৌধুরী তার কর্মী সমর্থকরা লাঠিশোটা নিয়ে ঘটনাস্থলে এসে আমাদের ওপর এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে আমিসহ এক গর্ভবতী নারী মহসেনা (২৮), আব্দুর রাজ্জাক (৪৫), মহসীন ( ৩০) আহত হন। এদের মধ্যে গুরুত্বর আহত মহসেনা ও মহসীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নবনির্বাচিত মেয়র সাদিক হোসেন নোভা দাবি করে বলেন,‘ পরাজয় মেন নিতে না পেরে কমেট চৌধুরী নিজে ও তার লোকজন আমার কর্মী সমর্থকদের বাড়ীঘর ভাংচুর চালিয়ে কর্মী-সমর্থকদের মারপিট করছিল। বিষয়টি আমি অবগত হয়ে থানা পুলিশে খবর দেয়। পরে সেখানে পুলিশ উপস্থিত হলে নিজেকে বাঁচাতে কমেট চৌধুরী আহত হওয়ার ভান করে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। সে নিজেকে বাঁচাতে মিথ্যা হামলার নাটক সাজিয়ে রংপুর হাসপাতালে ভর্তি হয়েছে। ’
অপর দিকে পরাজিত মেয়র প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের কর্মী জিয়া চৌধুরী দাবি করে বলেন,‘ মঙ্গলবার বেলা ১২টার দিকে বগুলাগাড়ি ধওলার মোড় এলাকায় পরিদর্শনে আসেন সাবেক মেয়র কমেট চৌধুরী এলাকা পরিদর্শনে আসেন। এসময় তিনি এলাকাবাসীর কাছে পরাজয়ের কারণ তুলে ধরেন এবং যারা তাকে ভোট দেননি তাদের আগামীতে ভোট দেওয়ার আহবান জানাচ্ছিলেন। এমন সময় বিজয় মেয়র প্রার্থী নোভার কর্মী-সমর্থকরা সাবেক মেয়র কমেট চৌধুরীর ওপর হামলা চালিয়ে তাকেসহ চারজনকে গুরুত্ব আহত করে। খবর পেয়ে পুলিশ এসে কমেট চৌধুরীকে গুরুত্ব অবস্থায় উদ্ধার করে। বর্তমানে কমেট চৌধুরী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
এ বিষয়ে কথা বলার জন্য ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের সাথে যোগাযোগের জন্য তার মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কথা বলতে রাজি হননি।’
এদিকে ঘটনাটি দুই মেয়র প্রার্থীর হলেও তাদের পক্ষে বিপক্ষে হয়ে একই সময় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহবান করে নীলফামারী- ৩ আসনের সংসদ সদস্য এবং পৌর আওয়ামী লীগ।
নোভার কর্মী-সমর্থকদের হামলা ও বাড়িঘর ভাঙ্গচুরের প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ট্রাফিক মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশের ডাক দেয় জলঢাকা পৌর আওয়ামী লীগ।
অপর দিকে পরাজিত সাবেক মেয়র বিএনপির বহিস্কৃত নেতা কমেটের পক্ষ নিয়ে একই সময়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় আকষ্মিক সমাবেশের ডাক দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন পাভেলের কর্মী-সমর্থকরা।
সন্ধা ছয়টায় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাদ্দাম হোসেন পাভেল নেতৃত্বে শহরের পেট্টোল পাম্পাম মোড় থেকে সহস্রাধিক কর্মী-সমর্থক লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিলটি করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে আসলে সমাবেশ করেন।
সমাবেশে পরাজিত মেয়র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা কমেট চৌধুরীর পক্ষে সাফাই গেয়ে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী এবং নবনির্বাচিত মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে হুকার দেন সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল ।’
পরে রাত আটটায় শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে নোভার কর্মী-সমর্থকদের হামলা ও বাড়িঘর ভাঙ্গচুরের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এতে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকমীরা অংশ নেন।
সমাবেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ দাবি করে বলেন,‘ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরাজিত মেয়র প্রার্থী কমেট চৌধুরী তার লোকজন নিয়ে নির্বাচিত মেয়র নোভার কর্মীসমর্থকদের বাড়ি-ঘর ভাংচুর করে কর্মীসমর্থকদের মারপিট করেছে। সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন পাভেল। লাঠিসোটা হাতে কর্মী-সমর্থকদের নিয়ে পরাজিত মেয়র প্রার্থীর পক্ষে সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাদ্দাম হোসেন পাভেল মিছিল -সমাবেশ করেছেন। তার এমন কর্মকাণ্ডে আমরা হতবম্ভ হয়েছি।’
বিজয় ও জয়ী মেয়র প্রার্থীদের পক্ষে-বিপক্ষে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার পরিদর্শক (ওসি) মো. মুক্তারুল আলম বলেন,‘ দু’পক্ষই শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। বর্তমানে জলঢাকার পরিবেশ শান্ত রয়েছে। ‘
তিনি আরো বলেন,‘ সাবেক মেয়র কমেট চৌধুরীর ওপর হামলার ঘটনায় তার এক কর্মীবাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
অপর দিকে কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাংচুর ও মারপিট করায় নবনির্বাচিত মেয়র নোভার কর্মীরা একটি মামলার প্রস্তুতি নিচ্ছে।
পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।