• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন |

চিলমারীতে সড়ক ভেঙ্গে ৩০ হাজার মানুষ পানিবন্দি

chilmari photo-29-7-16--1চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বুরুজের পাড় নামক স্থানে শুক্রবার ভোরে কাঁচকোল বাজার সড়ক ভেঙ্গে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত। পানির তোড়ে ভেঁসে গেছে ৮টি ঘর। এতে প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল এবং নতুন করে ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ব্যাপারীর বাজার এলাকার সাথে কাঁচকোল বাজার এলাকার যোগাযোগ ব্যবস্থা। বাড়িঘর ভেসে যাওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে উক্ত পরিবার গুলো।
স্থানীয়রা জানান, বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ব্রহ্মপুত্রে প্রবল পানির চাপে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বুরুজের পাড়া কাঁচকোল ও ব্যাপারী বাজার মধ্যবর্তী স্থানে সড়ক ভেঙ্গে এনামুল হক, আঃ সালাম, গোলেনুর বেওয়ার ঘরসহ ৮টিঘরসহ জীনিসপত্রও ভেসে যায়। এবং ঠগেরহাট, ফইলামারী, কলনী, মজাইডঙ্গা, মন্ডলপাড়াসহ প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হলে এলাকার প্রায় ৩০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। ফলে এই নিয়ে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন সড়কটি রক্ষার জন্য প্রশাসনের সাথে সাথে এলাকাবাসী রাতভর চেষ্টা করেছিল কিন্তু পানির প্রবল চাপে তা শেষ রক্ষা না হওয়ায় রানীগঞ্জ ও থানাহাট ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা ও সংশ্লিষ্টরা এলাকা পরিদর্শন করেছেন। অপরদিকে প্রায় ৩ সপ্তাহ ধরে পানি বন্দী থাকায় দুর্ভোগ চরমে উঠেছে বানভাসী মানুষজনের। দুর্গত এলাকায় ত্রানের জন্য চলছে হা-হা কার। এখন পর্যন্ত বেশির ভাগ বানভাসী মানুষের মাঝে জোটেনি একমুটো ত্রানের চাল। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে অনেক পরিবারের। উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার জানান আমরা বানভাসী মানুষের মাঝে ত্রাণসহ সহযোগী করে যাচ্ছি আশা করি কোন সমস্যা হবে না। তবে ইউপি চেয়ারম্যানগন অভিযোগ করে বলেন চাহিদার তুলনায় ত্রাণ অপ্রত্যুল ফলে জনগনের চাহিদা মেঠাতে হিমশিম খেতে হচ্ছে। এদিকে পাউবো সূত্রে জানা গেছে, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদে  সে.মি. পানি কমলেও তা বিপদ সীমার ৯৭ সেঃ মিঃ (বৃহস্পতিবার বিকাল পর্যন্ত) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ