• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন |

সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা খলিলুর রহমানের ইন্তেকাল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নাট্য অভিনেতা খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। গত বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের মুন্সিপাড়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব,শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিনই (বুধবার) বাদ এশা শহরের খেঁজুরবাগ জোড়াপুকুর ঈদগাহ্ ময়দানে তাঁরা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সৈয়দপুরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম খলিলুর রহমান ছিলেন সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমত আরা’র স্বামী।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়াম লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পদক মহসিনুল হক মহসিন, যুগ্ম -সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহাজী, মোনায়মুল হক,জোবায়দুর রহমান শাহীন, মাসুদুর রহমান লেলিন, দপ্তর সম্পাদক মো. ছালেহ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ