• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন |

সব বাধা ভেঙ্গে এগিয়ে যাচ্ছে নারীরা: প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক, ৯ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অর্থনৈতিক স্বাধীনতাই নারী মুক্তির প্রধান শর্ত। সব বাধা ভেঙ্গে নিজ গুণেই নারীরা নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছে। আজ শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লিঙ্গ সমতায় এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াই, বাংলাদেশের নারীদের অগ্রযাত্রার পথিকৃত। নারী উন্নয়নে অবদান রাখার জন্য এবার পদক পেয়েছেন পাঁচ নারী। মরণোত্তর পদক পেয়েছেন লেখক- সাংবাদিক এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ।
পদক পাওয়া অন্য চার জন- চিত্রশিল্পী সুরাইয়া রহমান, লেখক শোভা রানী ত্রিপুরা, সংগঠক মাজেদা শওকত আলী, সমাজকর্মী মাসুদা ফারুক রত্না।
তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ