সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ঘোষিত নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসব উপজেলার রির্টানিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন।
জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর চিংড়ি মাছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সামীম আনারস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু ঘোড়া, উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম এলিস মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে মো. নূর আলম তালা, মো. শাহিনুর রহমান টিউবওয়েল, মো. মনোয়ার হোসেন চশমা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ফুটবল, অনিতা রানী কলস, মোছা. রাহেনা প্রজাপতি, মাসুমা কিবরিয়া হাঁস প্রতীক পেয়েছেন।
কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাত প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. আবুল কালাম বারী পাইলট আনারস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান মোটরসাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক পতিরাম চন্দ্র রায় চিংড়ি মাছ, উপজেলা কৃষকলীগের সহসভাপতি মো. তাসহান লেলিন দোয়াত-কলম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. রশিদুল ইসলাম ঘোড়া, জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম কাপ-পিরিচ, বিপ্লব কুমার সরকার হেলিকপ্টার প্রতীক পেয়েছেন।
একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সাত প্রার্থীর মধ্যে মো. মোজাহিদ ইসলাম বই, ভুবন চন্দ্র মোহন্ত চশমা, মো. যাদু মিয়া তালা, মো. মোজাহার হোসেন টিয়া পাখি, মো. সিদ্দিকুর রহমান মাইক, মো. মাহবুবুর রহমান টিউবওয়েল, মো. বরকত-ই খুদা উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে শিল্পী রানী সেলাই মেশিন,স্বপ্না খাতুন ফুটবল, পল্লবী রানী সরকার প্রজাপিত, বীনা রানী কলস, মোছা. রোখসানা পারভীন হাঁস প্রতীক পেয়েছেন।
সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান খাতামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন আনারস, জাতীয় পাটির পৌর শাখার আহ্বায়ক জয়নাল আবেদীন মোটরসাইকেল, জাতীয় ছাত্রসমাজের ঢাবির সাবেক সভাপতি ফয়সাল দিদার ঘোড়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ টেলিফোন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. রিয়াদ আরফান সরকার দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পতে তিন প্রার্থীর মধ্যে পৌর কৃষক লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম টিউবওয়েল, জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি মো. মহসীন চশমা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ তালা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে মোছা. সানজিদা বেগম লাকী পদ্ম ফুল. মোস্তাফিজা হোসেন প্রজাপতি, সুমিত্রা রানী কলস প্রতীক পেয়েছেন। রির্টাানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিৎ করেছেন।