• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:২৩ অপরাহ্ন |

ভারতীয় পেঁয়াজের দাম কমেছে হিলি স্থলবন্দরে

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হাকিমপুর (দিনাজপুর) ।। আমদানি বেশী,পাইকার কম আসায় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে দিনাজপুরের হিলি স্থবন্দরে।এ বন্দরে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৭ থেকে ৮ টাকা কমেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে।
ব্যবসায়ী বাবুল হোসেন জানান,চাহিদার তুলোনায় আমদনি বেশি হওয়ায় পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহ আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হলেও বর্তমানে প্রতিদিন আমদানি হচ্ছে ৫০ থেকে ৫২ ট্রাক পেঁয়াজ।
হিলি স্থলবন্দরের আমদানি কারকরা জানিয়েছেন, কোরবানি ঈদকে সামনে রেখে ভারতে পেঁয়াজের পর্যাপ্ত এলসি দেয়া আছে।
এছাড়াও পাইপ লাইনে পেঁয়াজ বোঝায় বিপুল সংখ্যক ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আসন্ন কোরবানি ঈদে পেঁয়াজের কোন সংকট হবে না বলেও জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ