• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন |

তিস্তা পাড়ের মানুষের কষ্ট থাকবে না- পানি সম্পদ প্রতিমন্ত্রী

নীলফামারী, ৩ আগষ্ট ।। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রায় ৮হাজার কোটি টাকার ব্যায়ে তিস্তা ব্যারেজসহ তিস্তা নদীর নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। তিস্তা নতুন করে সাজানো হবে, সেটি হলে তিস্তা পাড়ের মানুষের শুকনো ও বর্ষাকালের সময়ে এত কষ্ট থাকবে না। নতুন করে সাজানো হবে তিস্তা।

আজ শনিবার নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে ব্যারেজ গেষ্ট হাউস অবসরের হল রুমে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তিস্তা নদী ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বাড়ানো হবে। সেটি যদি আমরা করতে পারি তবে এর থেকে আমরা তিস্তার মানুষ বর্ষাকালে ও শুকনো মৌসুমে কিছুটা পরিত্রাণ পাবো। কয়েকদিনের মধ্যে ভারতের পানি সম্পদ মন্ত্রীদের সাথে বৈঠক হলে এ সিদ্ধান্ত নেয়া হবে।

তিস্তা ব্যারেজের অটোমিশন সুইচ অচল বিষয়ে মন্ত্রী বলেন, প্রায় ৬ কোটি টাকায় তিস্তা ব্যারেজে ৫২টি গেটের অটোমেশিন সুইচের কাজ করে বুয়েটের ইঞ্জিনিয়ার। তবুও যদি সুইচ অচল থাকে তবে বুয়েটের ইঞ্জিনিয়াকে টাকা দেওয়া হবে না।

ডেঙ্গু নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিজেকে আগে পরিস্কার থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হতে হবে। যদিও গ্রামে ডেঙ্গু রোগী নেই, আছে সব শহরে। এ কারণ, শহরে রাস্তার পাশেই ময়লা ফেলে দিয়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ জায়গা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জোহরা সুলতানা জুথি ও নীলফামারী ও লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ