• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন |

বাল্যবিয়ের অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা অংশগ্রহন করবেন না- সৈয়দপুরে পুলিশ সুপার

সিসি নিউজ ।। নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম) বলেছেন, বাল্যবিয়ের সাথে যারা জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না। বাল্যবিয়ের অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা অংশগ্রহন করবেন না। তাহলে আপনাদেরকেও আইনের আওতায় নেয়া হবে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর থানা চত্বরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির মানুষ। উক্ত ওপেন হাউজ-ডে তে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, ছিনতাই, বাল্য বিবাহসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সম্পর্কে উন্মুক্ত আলোচনা করা হয়। বিভিন্ন এলাকার লোকজন তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ও এদের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ