• বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে যুবকের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। আর্জেন্টিনার জয়ে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক নেত্রকোনার মোহনগঞ্জে শামীম মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্বকাপ ফুটবল খেলায় আর্জেন্টিনা–মেক্সিকোর বিরুদ্ধে গোল করলে খুশিতে তিনি স্ট্রোক করে মারা যান।

শামীম মিয়া উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের মো. তাহের উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই যুবকের বাবা তাহের উদ্দিন।

স্থানীয়রা বলছে, শামীম আর্জেন্টিনার অন্ধ ভক্ত। শনিবার দিবাগত রাতে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ দেখছিলেন শামীম। খেলায় আর্জেন্টিনা গোল করলে খুশিতে আত্মহারা হয়ে স্ট্রোক করেন তিনি। পরে পরিবারের লোকজন তাঁকে পাশের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীমের বাবা তাহের উদ্দিন বলেন, ‘শামীমের হার্টের সমস্যা রয়েছে। এর আগেও দুই বার  স্ট্রোক করেছে। তবে গতরাতে আর্জেন্টিনা গোল দেওয়ায় সবার সাথে সেও চিৎকার দেয়। এ সময় সে স্ট্রোক করে। পরে উপস্থিত লোকজন তাঁকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছে। এতে আমরা বিব্রত।’

বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহাগ তালুকদার বলেন, ‘শামীম আর্জেন্টিনার অন্ধভক্ত। গতরাতে খেলায় আর্জেন্টিনা গোল দিলে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। এতে স্ট্রোক করে শামীম। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীমের আগে থেকেই হার্টে সমস্যা ছিল।’

চেয়ারম্যান আরও বলেন, ‘যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু তাই এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়নি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ