সিসি নিউজ।। নিরাপদ ফিলিস্তিন নাগরিদের উপর চলমান জঘন্য হত্যাকান্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নীলফামারীতে পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার আয়োজনে সোমবার দুপুর দুইটার দিকে নীলফামারী সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। ছাত্রলীগের নেতাকর্মীসহ সহস্রাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণের পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পৌর সুপার মার্কেটের সামনে ছাত্র সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়দেব রায়, সাধারণ সম্পাদক মাসদ সরকার, সাংগঠনিক সম্পাদক তাসমিউল আযম, দপ্তর সম্পাদক সঙ্গীত দ্বীপংকর, কলেজ ছাত্রলীগ নেতা হাসিব আহমেদ আকাশ, শাকিল হোসেন, আতিক হোসেন, হোস্টেল শাখা সভাপতি এমদাদুল হক প্রমূখ। ফিলিস্তিনের জনগণের উপর চলমান ইসরাইলের হামলা, নির্যাতন ও হত্যাকন্ডের প্রতিবাদ জানিয়ে বক্তরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে তাদের উপর সকল হামলা, নির্যাতন ও হত্যাকান্ড বন্ধ করার দাবি জানান। এর আগে সূর্যদয়ের সাথে সাথে শহরের চৌরঙ্গী মোড়স্থ জেলা ছাত্রলীগ কার্যালয়ের সামনে বাংলাদেশের জাতীয় ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।