• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন |

কিশোরগঞ্জে আগুনে ৮ পরিবার ক্ষতিগ্রস্ত। শোকে গৃহবধুর মৃত্যু

Agunকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামে সৃষ্ট এক অগ্নিকান্ডে ৮ পরিবারের ২০টি ঘর পুড়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় শোকে শিল্পী (২৬) নামের এক গৃহবধু হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে গ্রামের আসাদুল রহমানের বাড়িতে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে তিন পরিবার ১১টি ও পাঁচ পরিবারের ৯টি বসতঘরসহ ধান, চাল, ভুট্টা, গরু, হাস-মুরগী ও টাকা, আসবাব পত্র পুড়ে যায়। অগ্নিকান্ডের সময় আসাদুলের স্ত্রী শিল্পী বেগম হৃদরোগে আক্রান্ত হলে গ্রামবাসী দ্রুত তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নেয়ার পথেই মারা যায়।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা বলে মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার হোসেন দুলাল দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ