সিসি নিউজ: অজ্ঞান পাটির খপ্পরে পড়েছে দুই কাটা কাপড় ব্যবসায়ী। স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ ওই ব্যবসায়ীদের রাত সাড়ে ১১টার সময় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থানার চরদহরমপুর গ্রামের কাটা কাপড়ের ব্যবসায়ী আলাউদ্দিন (৫২) ও সাদেকুল ইসলাম (৪৫)। তারা সৈয়দপুর থেকে পাইকারী ওইসব কাপড় কিনে নিজ এলাকায় গিয়ে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে। বুধবার আন্ত:নগর বরেন্দ্র ট্রেনে করে সৈয়দপুর আসার পথে সান্তাহার রেলওয়ে স্টেশনে ঝালমুড়ি খায়। ঝালমুড়ি খাওয়ার পরেই তারা নিজের আসনেই অচেতন হয়ে পড়ে। সৈয়দপুর স্টেশনে আসার পর আলাউদ্দিনের জ্ঞান ফিরে এলে অন্যান্য যাত্রীদের অবহিত করে। পরে স্থানীয় লোকজন অসুস্থ ওই দুই ব্যবসায়ীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।