বিনোদন ডেস্ক: ঢালিউড নায়িকাদের মধ্যে একটু বেশী খোলামেলাভাবে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন র্যাম্প কন্যা আইরিন। এ কারণে এগিয়ে রয়েছেন অন্য নায়িকাদের চেয়ে।
‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবিতে খোলামেলাভাবে নিজেকে উপস্থাপন করেছেন নবাগত এই নায়িকা।
বিষয়টি নিয়ে এফডিসিসহ চলচ্চিত্রপাড়ায় চলছে দারুণ আলোচনা। নায়িকা সঙ্কটকালে আইরিনকে নিয়ে বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক একাধিক পরিকল্পনা করেন। আর সে হিসেবেই বলা যায়, কোন ছবি মুক্তির আগেই এক ডজন ছবিতে অভিনয় এবং তার মধ্যে হাফডজন ছবির শুটিং এরই মধ্যে চালিয়ে যাচ্ছেন আইরিন।
আইরিন অভিনীত ছবি ‘ভালোবাসা জিন্দাবাদ’ মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। আর আইরিনের বিপরীতে রয়েছেন আরেফিন শুভ।