• সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:৪২ অপরাহ্ন |

তারেককে খালাস দেয়া বিচারক মালয়েশিয়ায়

Tareqঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবৈধভাবে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় তাকে খালাস দেয়া বিচারক মোতাহার হোসেন ‘দেশত্যাগ করে মালয়েশিয়া চলে গেছেন’।
তার দেশত্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞা ছিল।
গত বছরের ডিসেম্বরে অবসরে যাওয়া মোতাহার হোসেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন।
আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত বছরের ১৭ নভেম্বর তাকে খালাস দেন আদালত। একই মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। এরপর এ বছরের ১৯ জানুয়ারি তারেক রহমানকে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।
এরপরই মোতাহার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তার সম্পদের উৎসের অনুসন্ধান শুরুর ইঙ্গিত দেয় দুদক। এ লক্ষ্যে একজন কর্মকর্তাও নিয়োগ করে দুদক। সেই সঙ্গে মোতাহার হোসেনের বিদেশ ভ্রমণেও ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ