কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত জোটের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৮ জন, নাগেশ্বরী উপজেলায় ৪ জন, ভুরুঙ্গামারীতে ১ জন, ফুলবাড়ীতে ২ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ২ জন, চিলমারীতে ১ জন ও রৌমারীতে ২ জন।
পুলিশ সুত্র জানায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা ও নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে পুলিশ জানায়।
জেলা পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানায়, জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।