সিসি নিউজ: দিনাজপুরের খানসামায় বিদ্যুতের তারে আটকে আছে অনিত্য রায় (৩৮) নামের এক চোরের লাশ। ঘটনাটি ঘটেছে আজ রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় উপজেলার খামারপাড়া ইউনিয়নের জগনবীশ পাড়ায়।
পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের উপর দিয়ে ৩৩হাজার কেভি’র সিঙ্গেল ফেসের একটি লাইন দিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুত সরবরাহ করা হয়। আজ রোববার রাত সাড়ে ৮টার সময় চোরেরা বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অনিত্য নামের ওই চোর মারা যায়। গ্রামবাসী জানায়, নিহত ওই চোর একই উপজেলার ভাবকী ইউনিয়নের জেলেপাড়ার সুশেন চন্দ্রের পুত্র।
খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান বুলেট ঘটনার সত্যতা স্বীকার করেছেন।