• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন |

নতুনভাবে সক্রিয় হিযবুত তাহরীর

Hisbotঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠছে। ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশে এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও নতুন করে আবারও ব্যাপক প্রচার-প্রচারণায় নেমেছে তারা।

সম্প্রতি গোয়েন্দা সূত্র ও সংগঠনটির বিভিন্ন ধরনের তৎপরতায় এমন তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

গত ২৪ জানুয়ারি রাজধানীর বিভিন্ন স্থান থেকে হিযবুত তাহরীরের ১০ সদস্যকে আটক করে পুলিশ ও র‌্যাব।

এই দিন দুপুরে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে হিযবুত তাহরীরের সদস্য মো. আমীর হামজা (২৩) নামে এক যুবককে আটক করে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে বেশকিছু রাষ্ট্রবিরোধী লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়।

র‌্যাব-৪-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাশেদুর রহমান এটিএন টাইমসকে জানান, র‌্যাবের একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তিন ব্যক্তি শেওড়াপাড়ায় স্থানীয় একটি মসজিদের সামনে লিফলেট বিতরণ করছে। পরে অভিযান চালিয়ে ওই স্থান থেকে একজনকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

মেজর রাশেদুর জানান, আটককৃতদের জব্দ করা লিফলেট পড়ে জানা গেছে, সেনাবাহিনীকে উস্কানি দেয়ার চেষ্টা করে আসছিল সংগঠনটি ।

একই দিনে রাজধানীর কলাবাগান থানাধীন বসির উদ্দিন রোডের একটি মসজিদের সামনে থেকে সোহান হাফিজ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে কলাবাগান থানার পুলিশ। জুমার নামাজ শেষে হিযবুত তাহরীরের লিফলেট বিলি করছিলেন ওই ব্যক্তি।

এর আগে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বিপুল পরিমাণ লিফলেট, ব্যানার ও জিহাদি বইসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের আরও আট সদস্যকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত খিলক্ষেত থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন আলামীন (২০), মো. সাইফুল্লাহ (২৪), রাকিবুল ইসলাম (১৮), ইব্রাহীম শেখ (২০), আতাউর রহমান (১৯), মাহাবুবুর রহমান (২০), জিহাদ ইসলাম (১৮) ও মো. কাইয়ুম (২১)।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে এটিএন টাইমসকে জানান, পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তারা হিযবুত তাহরীরের সদস্য। আটককৃতরা স্বীকার করেছেন উগ্রপন্থী ধর্মীয় মতবাদ ছড়িয়ে দিতেই তারা লিফলেট বিতরন করছিলেন।

হিযবুত তাহরীরের তৎপরতার বিষয়টি স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা এটিএন টাইমসকে জানান, আত্মঘাতী হামলায় বিশ্বাসী জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের সাম্প্রতিক কর্মকাণ্ডে শঙ্কায় রয়েছে প্রশাসন। সংগঠনটিকে নিস্ক্রিয় করতে দেশের গোয়েন্দা বাহিনীগুলো ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।

র‌্যাবসহ কয়েকটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতার জের ধরে এই সংগঠনটি ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠন নিয়মিতভাবে সদস্য সংগ্রহ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধর্মীয় উত্তেজনা ও সাম্প্রদায়িক মতবিরোধ ছড়িয়ে দিতে হিযবুত তাহরীর পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে। শুধু জানুয়ারি মাসেই রাষ্ট্রবিরোধী লিফলেট ও পোস্টার বিতরণের সময় দেশের বিভিন্ন স্থান থেকে পঞ্চাশের বেশি কর্মীকেও আটক করেছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ। আটককৃতরা গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে হিযবুত তাহরীর ধর্মীয় উগ্রবাদী মতবাদ প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে।

র‌্যাব সদর দপ্তর সূত্রে জানা যায়, ২০১২ সালে দেশের বিভিন্ন স্থান থেকে হিযবুত তাহরীরের ৪৯ জন সদস্যকে আটক করেছে র‌্যাব। ২০১৩ সালে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী লিফলেট ও পোস্টারসহ সাতজনকে আটক করা হয়।

পুলিশ সদর দপ্তর ‍সূত্রে জানা যায়, ২০১২ সালে সংগঠনটির অর্ধশতাধিক সদস্যকে আটক করেছে পুলিশ। এই সংখ্যা ছাড়িয়ে ২০১৩ সালে প্রায় দেড় শতাধিকের বেশি সদস্যকে আটক করে পুলিশ।

হিযবুত তাহরীরের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি স্বীকার করে র‌্যাব সদর দপ্তরের ‍পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান এটিএন টাইমসকে বলেন, সম্প্রতি দেশজুড়ে হিযবুত তাহরীর তাদের গোপন কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণায় নেমেছে। তবে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী তাদেরকে প্রতিহত করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। শুধু হিযবুত তাহরীর নয়, অন্য যেকোনো জঙ্গি সংগঠনকেই দমন করতে কঠোর ভূমিকা পালন করবে প্রশাসন।

এর আগে গত ২৭ ডিসেম্বর গুলিস্তানের মুক্তাঙ্গনে একটি সমাবেশ করার ঘোষণা দেয় হিযবুত তাহরীর। সমাবেশ সফল করতে দেশজুড়ে তারা ব্যাপক প্রচার-প্রচারণা চালায়। ঘোষণা অনুযায়ী সেদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল নিয়ে বের হয় সংগঠনটির নেতা-কর্মীরা। পুলিশ মিছিলে বাধা দিলে সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। সংঘর্ষে সংগঠনটির ছয়জন গুলিবিদ্ধ হয়। এ সময় ২৬ জন কর্মীকে আটক করে পুলিশ।

উৎসঃ   এটিএনটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ