ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় তার ফেসবুক পাতায় নিজের জীবনের একটি বিরল ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি আর্মিদের হাতে গৃহবন্দি থাকা অবস্থায় ছোট্ট জয়কে তার নানী বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোসল করাচ্ছেন। পাশে তার ছোট মামা রাসেল উঁকি মারছে।
জয় তার স্ট্যাটাসে লিখেছেন-
আমি দুঃখ প্রকাশ করছি যে, বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আমি পোস্ট লিখেছি। আমার ফ্লু হয়েছিলো, কিন্তু এখন পুরোপুরি সুস্থ। এর মাঝে অনেক কিছুই ঘটে গিয়েছে। আমি রাজনীতির বিষয় নিয়ে খুব শীঘ্রই লিখবো, কিন্তু প্রথমেই আমি আমার ভক্তদের তাদের পূর্ণ সমর্থন এবং এই ৫ লক্ষ লাইকের মাইলফলকে আমার পেইজকে পৌছানোর জন্য কৃতজ্ঞতাজ্ঞাপন করতে চাই। আপনাদের ধন্যবাদ!
অন্যদিকে, এই ছবিটি একটি ঐতিহাসিক ছবি। এই ছবিতে আমি, আমার নানী আমাকে প্রথম গোসল করাচ্ছেন। এটা ছিলো পাকিস্তানি আর্মিদের দ্বারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় গৃহবন্দি থাকা অবস্থায় তোলা। আপনি যদি খুব ভালো ভাবে খেয়াল করেন, আপনি দেখবেন রাসেল মামা পিছন থেকে উঁকি দিচ্ছেন!
এ ধরনের স্ট্যাটাসে মুগ্ধ হয়ে তার প্রতি সহানুভূতি জানিয়ে অনেকে নানা পরামর্শও দিয়েছেন জয়কে। অনেকে আবার তার নানীকে তার মা শেখ হাসিনা ভেবে ভুলও করছেন।
কিছু কমেন্ট হুবহু তুলে ধরা হলো-
এম আই খান নামের একজন লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। ঐতিহাসিক ছবিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।’
ড্রেমলেস পলক লিখেছেন, ‘আপনার রাসেল মামার জন্য খুব দুঃখ হয়।’
যশোর ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক সরদার ফরিদ আহমদ তার প্রতি সহানুভূতি জানিয়ে লিখেছেন, ‘আপনার দ্রুত সুস্থ্যতা কামনা করছি! রাসেল মামাকে খুব মিস করি! আল্লাহ রাসেল মামাকে বেহেশত নসিব করুন! ঐতিহাসিক ছবিটি দেখার সুযোগ দানের জন্য আপনাকে জানাই প্রানঢালা ধন্যবাদ!!’
অভিজিত নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ এই ঐতিহাসিক ছবিটি শেয়ার করার জন্য। একই সাথে রাসেল আংকেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’
তোফায়ের হোসাইন সুশান লিখেছেন, ‘কেন জানি রাসেলের কথা শুনে কান্না আসছে। রাসেল আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে খুব মিস করছি।’
হিরন নামের একজন লিখেছেন, ‘আমি তো প্রথমে ভেবেছিলাম উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা!!!’
মাসুক আহমেদ নামের একজন তাকে রাজনীতি নিয়ে না লেখার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘শুনুন! দয়া করে এই মুহূর্তে রাজনৈতিক বিষয়ে কিছু না লিখাই উত্তম হবে বলে আমি মনে করি। ক্ষ্যান্ত দিন এবার।’
বাংলা আমার দেশ নামের একজন লিখেছেন, ‘দেখার মতো সুন্দর একটা ছবি। বঙ্গমাতার কোলে আপনাকে সুন্দর লাগছে।’