নীলফামারী প্রতিনিধি: নির্বাচনের আগের দিন ও ভোট গ্রহণের সময় নীলফামারী ডিমলা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার মামলায় দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন উপজেলার নাউতার ইউনিয়নের শালহাটী গ্রামের মৃত ইছামুদ্দিনের ছেলে মোবারক আলী (৪৫) ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের জমেতুলল্যার ছেলে আমজাদ হোসেন (৪০)।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দশম সংসদ নির্বাচনের আগের দিন ও ভোট গ্রহণের সময় উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় থানায় ১৩টি মামলা দায়ের করেন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণ। এই মামলার তদন্তকালে গ্রেফতারকৃতদের জড়িত থাকার প্রমান পাওয়া যাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এপর্যন্ত ১৭জনেক গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।