• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন |

জিয়া খানের ‘মৃত্যুরহস্য’ উদঘাটনে এফবিআই

Jiah-Khanআন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত বলিউডি অভিনেত্রী জিয়া খানের ‘আত্মহত্যা’ মামলা এবার নিল এক নতুন আন্তর্জাতিক মোড়। জিয়ার মা রাবিয়া খানের আবেদনের প্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) উদ্যোগ নিয়েছে তার ‘মৃত্যুরহস্য’ উদঘাটনের। ওই ঘটনায় ভারতীয় পুলিশের তদন্ত যথেষ্ট ছিল না দাবি করে এরমধ্যেই ওই প্রক্রিয়ায় এফবিআই-এর সংযুক্তির আবেদন জানানো হয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে অবস্থিত ইউএস অ্যাম্বাসির কর্মকর্তা রোজমেরি ম্যাকরে এই ব্যাপারে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন ভারতের সরাষ্ট্রমন্ত্রী রাওসাহেব রামরাও পাতিলের কাছে। সেখানে তিনি উল্লেখ করেছেন, জিয়ার ‘আত্মহত্যা’র ঘটনায় ফরেনসিক এবং টেকনিকাল দিকগুলো নিয়ে মুম্বাই পুলিশকে তদন্তে সহায়তা করতে চায় এফবিআই।

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় জিয়ার মৃত্যুরহস্য উদঘাটনে সহায়তা চেয়ে ২০১৩ সালের অক্টোবারে ভারতে দেশটির রাষ্ট্রদূত ন্যান্সি জে পাওয়েলের কাছে একটি চিঠি লিখেছিলেন তার মা রাবিয়া। সেই চিঠির প্রেক্ষিতেই এবার তদন্তে এফবিআই-এর সংযুক্তির আবেদন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ