সিসি নিউজ: ঢাকা-ময়মনসিংহ রোডের ভালুকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরো পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে ভালুকাগামী বাসটির সঙ্গে আমতলী এলাকায় একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।