• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:১১ অপরাহ্ন |

পথ হারিয়ে ১২ হাজার কি.মি. ভ্রমণ!

Seaনিউজ ডেস্ক: মেক্সিকোর এক ব্যক্তি প্রশান্ত মহাসাগরে পথ হারিয়ে ১৬ মাস ধরে সাড়ে ১২ হাজার কিলোমিটার দীর্ঘ অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি খেতেন কচ্ছপ, পাখির মাংস ও মাছ; আর পান করতেন বৃষ্টির পানি।

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে উদ্ধার হওয়া এই ব্যক্তি ১৬ মাস ধরে ঘুরে বেড়িয়েছেন ফাইবারগ্লাসযুক্ত একটি যান্ত্রিক নৌকায়। প্রবাল দিয়ে গঠিত মার্শাল দ্বীপপুঞ্জের আশপাশে ও প্রশান্ত মহাসাগরে ঘুরে বেড়ানো এই ব্যক্তি দাবি করেছেন যে তিনি মেক্সিকো থেকে যাত্রা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত সাড়ে ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উদ্ধার করেছেন নিজেকে।

দৈনিক আল হায়াত জানিয়েছে, মেক্সিকোর এই নাগরিককে গত বৃহস্পতিবার দু’জন স্থানীয় আদিবাসী উদ্ধার করেন প্রবাল দ্বীপ আবুনের কাছে পাথরের স্তূপের ওপর। তার মাথায় ছিল দীর্ঘ চুল ও মুখেও ছিল দীর্ঘ দাড়ি এবং গায়ে ছিল পুরনো হয়ে যাওয়া ছেঁড়া জামা, আর পাশে ছিল ওই যান্ত্রিক নৌকা।

মেক্সিকোর এই নাগরিক দাবি করেন যে তিনি ২০১২ সালের সেপ্টেম্বর মাসে এক স্বদেশী নাগরিককে নিয়ে দক্ষিণ আমেরিকার এলসালভাদরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এবং এখন থেকে কয়েক মাস আগে তার ওই সফরসঙ্গী সাগরেই মারা যান। স্পেনিশভাষী এই মেক্সিকান জানিয়েছেন যে তার নাম ‘খোজে ইভান’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ