• বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন |

ছাত্রী হলে ছাত্রলীগের মারামারি

Chatro ligঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলে মারামারি করেছেন ছাত্রলীগের নারী নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানা গেছে, সীমা ইসলাম নামে হলের একজন আবাসিক শিক্ষকের বহিষ্কারকে কেন্দ্র করে ঘটোনা সূত্রপাত। এই বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমানের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের সভাপতি খাদিজাতুল কোবরার সমর্থকেরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। এ সময় সাধারণ সম্পাদক শেখ মারুফা কর্মীরা প্রাধ্যক্ষের পক্ষে পাল্টা স্লোগান দেন। এ সময় দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে কয়েকজন ছাত্রী আহতও হন। হলের ছাত্রীদের অভিযোগ,  প্রাধ্যক্ষের সামনেই এ ঘটনা ঘটলেও তিনি কোনো পক্ষকেই শান্ত করতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা আলোচনায় বসেছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ