• সোমবার, ১৬ জুন ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন |

টিআর-কাবিখার ৫০০ বস্তা গমসহ গ্রেফতার ২

Hand Cupব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা খাদ্যগুদাম থেকে পাচারকালে টিআর-কাবিখার ৫০০ বস্তা গম উদ্ধার করেছে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। এসময় ট্রাকসহ চালক ও হেলাপারকে গ্রেফতার করা হয়। এরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা গোপালনগর গ্রামের জুলফু মিয়ার ছেলে ট্রাক চালক ইউনুছ মিয়া (৪৯) ও হেলপার মুরাদনগর উপজেলার কোয়াইরপাথর গ্রামের মাছুম মিয়ার ছেলে নুরুল ইসলাম (৩৮)। এ বিষয়ে শুক্রবার ব্রাহ্মণপাড়া থানায় মামলা (নং ৯) হয়েছে। জানা যায়, টি আর কাবিখার ৫০০ বস্তা গম ভর্তি একটি ট্রাক চোরাই পথে পাচারের জন্য বৃহস্পতিবার রাতে কুমিল্লার কোম্পানীগঞ্জে রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা-সিলেট মহাসড়কের মিরপুর নামক স্থানে ট্রাকটিকে আটক করে। এসময় ট্রাকে থাকা টি আর-কাবিখা প্রকল্পের ৫০০ বস্তা গম উদ্ধারসহ ট্রাকের চালক-হেলপারকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. ইয়াহিয়া জানান, ‘জিজ্ঞসাবাদে চালক ও হেলপার কসবা খাদ্যগুদাম থেকে পাচারের সঙ্গে জড়িত ৮ জনের নাম উল্লেখ করেছেন। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।’ কসবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক পাচারকৃত গমগুলো টি আর কাবিখা প্রকল্পের এ কথা নিশ্চিত করলেও প্রকল্পের নাম ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানাতে পারেননি। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ