বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে শনিবার আরডিআরএস বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ বীরগঞ্জ শাখার আয়োজনে নিজস্ব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগ্ঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। সুজালপুর ফেডারেশনের সভানেত্রী বকুল বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী ব্যাবস্থাপক (শিক্ষা) মোছাঃ ফারহানা মাহমুদ, কার্য সহকারী রুবেন কিস্কু, পাল্টাপুর ইউনিয়ন ফেডারেনের সভানেত্রী গীতা রানী সরকার, ব্যবস্থাপক (কৃষি) মোঃ হাসানুজ্জামান, খোরশেদ আলম (সিএম-এসও), মশিউর রহমান (এফও-এসও), হিসাব রক্ষক মাহবুব আলম ও সংলাপ শিক্ষিকা রানী হাসদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাবস্থাপক (শিক্ষা) মি.প্রদীপ বর্ম্মন।